পরিচিতি
সাতকানিয়া মডেল হাই স্কুল ১৯০২ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এর শিক্ষক সংখ্যা ২৫ জন, যারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে এখানে ১২০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, এবং উন্নত প্রযুক্তির সাহায্যে পাঠদান করা হয় ।
স্কুলের অবকাঠামো অত্যন্ত সমৃদ্ধ । এখানে ২২টি শ্রেণীকক্ষ, ১টি হলরুম, ১টি গ্যালারি, ২টি আধুনিক কম্পিউটার ল্যাব, ১টি সততা স্টোর, ১টি উন্নতমানের গবেষণাগার, ১টি সমৃদ্ধ লাইব্রেরি এবং একটি অফিস কক্ষ রয়েছে । স্কুলটি বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ।
স্কুলের প্রশাসনিক কাঠামোও বেশ সুসংগঠিত । এখানে ২ জন দপ্তরি, ১ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ১ জন নৈশ প্রহরী রয়েছেন, যারা নিয়মিত স্কুলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করেন ।
সাতকানিয়া মডেল হাই স্কুল তার দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে ।

প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত)
নামঃ মোহাম্মদ ইলিয়াছ
শিক্ষাগত যোগ্যতাঃ বি.এসসি, বি.এড
মোবাইলঃ ০১৭১৯-০০৩৫০৩
EIIN : 104995
বোর্ডঃ চট্টগ্রাম
অবস্থানঃ সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া, চট্টগ্রাম
ই-মেইলঃ satkaniamodelhighschool@gmail.com
মোবাইলঃ ০১৭১৯-০০৩৫০৩
শিক্ষার স্তরঃ মাধ্যমিক
এমপিওভুক্তঃ হ্যা
এমপিও নাম্বারঃ ২২০১৬১৩০১